লা ইলাহা ইল্লালাহ
- আবু আফফান - ২য় কবিতা ০৭-০৫-২০২৪

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।


সারা দুনিয়ার ইনসান যত
ছিল শিরক-কুফরে নিমজ্জিত,
মুর্তির করছিল ইবাদাত,
নবী এসে দিল আল্লাহর দাওয়াত ।

নবী তাবলীগে ভেঙে ধান্ধা
বলে উঠে আল্লাহর বান্দা,

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।


মুষ্টিতে করে আবু জেহেল নিল পাথর
আমার নবীকে , সে বলল তারপর,
যদি নবী হও, সত্য বল তো দেখি
আমার হাতের মুঠিতে আছে কি?

আল্লাহ্‌ পাকের হল ফরমান
মুঠের পাথর করল রায়দান ,

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।

ঐ যে বেলাল, ঐ হাবশার লোক
সারা উম্মাতের প্রিয় মুখ,
মদিনার স্থায়ী মুয়াজ্জিন
জান্নাতী, ধরে রাসুলের বাহনের জিন।

জুলম হয়েছ কত, তার উপর
বুকের উপর রেখে পাথর,
রক্তমাখা তার সারা গা,
শিকলে বাঁধা আছে দুই পা।

মরু-প্রান্তরে তপ্ত-বালু
মুখে তারপরও রইছে চালু ,

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ

আপন বোনকে বলে উমর
কি তোমরা বলছিলে পরস্পর?
এ তো বল কি করছিলে!
আমি আসার আগে চুপিচুপি কি পড়ছিলে ?

ভয়ে কম্পিত উমরের বোন
নিজ কন্ঠে পড়ল আল কোরআন!

শুনে কালামে পাকে খোদা
উমরের দীলে হল পয়দা,

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

তোমার সাদকায় হে আল-আমীন
সারা জাহান এল দ্বীন ।
ঈমান এনে আল্লাহর উপর
বে-দ্বীনে কলেমা পড়ল তারপর,

লা ইলাহা ইল্লালাহ
মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।

(উর্দ্দু “রাব্বী হাসবী ”এর আলোকে লিখা, রচনাকালঃ- ০১.০৬.২০১৬ ইং )

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।